মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কর্ণফুলীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুলাই, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ষা মৌসুমে এক হাজার গাছের চারা রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকেলে নবনির্মিত উপজেলা পরিষদে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ভরসার নতুন জানালা বাস্তবায়নের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি এন্ড কর্ণফুলী শাখা প্রধান মো. জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম মোল্যা, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, কর্ণফুলী উপজেলার উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী, কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন টিপু, ফয়জুল বারী কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড. খলিলুর রহমান, উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দীন মো. আলমগীরসহ ব্যাংকের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

ব্যাংকের এফএভিপি এন্ড শাখা প্রধান মো. জসিম উদ্দীন আমজাদী বলেন, বর্ষা মৌসুম হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। কর্ণফুলী উপজেলার নবনির্মিত ভবনের চারিপাশে (ইউসিবি) ভরসার নতুন জানালা বাস্তবায়নের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মডেল উপজেলা গঠনে সহায়ক ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর। চারিপাশে তাল, আম, কাঁঠাল, মেহগনি, অর্জুন ও কৃষ্ণচূড়ার গাছও লাগানো হবে।