আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের খেলার মাঠ অবৈধভাবে দখলচেষ্টার অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার বড়হাতিয়া ৮ নং ওয়ার্ডের আল আমান মডেল স্কুলের সামনে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে খেলার মাঠ রক্ষা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগও দায়ের করেন তারা।
মানববন্ধনে বক্তারা জানান, স্কুল প্রতিষ্ঠাকালীন থেকে সরকারি খাস খতিয়ানের এই মাঠে কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। হঠাৎ একটি মহল সেবাখোলার নাম দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে মাঠটি অবৈধভাবে দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ মাঠ দখল হয়ে গেলে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও যাতায়তে ব্যাঘাতসহ লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। শিক্ষার পরিবেশ ব্যাহত হবে।তাই স্কুল মাঠটি উন্মুক্ত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা।
মানববন্ধনে এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার,আবদুল আউয়াল, জাহাঙ্গীর আলম সহ কয়েকটি পাড়ার শতাধিক নারী পুরুষ এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।