রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ -|- ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

এসএসসিতে আবারো উপজেলার শীর্ষে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুলাই, ২০২৩

 

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে অবস্থিত বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ৷

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

বোর্ড অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫, মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০।

তার ধারাবাহিকতায় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৯.০৮% শতাংশ ৷ ১২জন শিক্ষার্থী A+ অর্জন করে ৷

বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, আমার স্কুল এর আগে অনেকবার উপজেলার শ্রেষ্ট হয় ৷ অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সহযোগিতায় আমি চেয়েছি মানসম্মত শিক্ষা ব্যববস্থা রেখে, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকতে ৷ আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, যেন এর চেয়ে ভাল করতে পারি ৷