আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রাম আনোয়ারায় আহলে বায়তে রাসুল সাঃ স্মরণে তিনদিন ব্যাপী আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ওষখাইন শাহ আলী রজা রহঃ আলিম মাদ্রাসা ময়দানে ৯নং পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আয়োজনে কারবালা মাহফিলের প্রথম দিবস অনুষ্ঠিত হয়।
প্রথম দিবসে ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মোঃ এনামুল হক শাহের সভাপতিত্বে ইসলামি আলোচনা করেন প্রধান অতিথি রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশ চেয়রাম্যান পীরজাদা মোঃ খোরশেদ উল্লাহ রজায়ী, প্রধান বক্তা ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মীর মোঃ মঈনুদ্দিন নূরী ছিদ্দীকী কুরাইশী, প্রধান ওয়ায়েজ মাওলানা আবদুর রহিম মোস্তফা আল আযহারী, প্রধান আলোচক মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশেমী, বিশেষ ওয়ায়েজ মাওলানা মোঃ আলী জিন্নাহ কাদেরী।
ওষখাইন শাহ আলী রজা রহঃ আলিম মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা মোঃ নেছার মিয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক চৌধুরী বাবুল, শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, মহাসচিব মোঃ হাসান জিয়াউল ইসলাম, মোঃ আতিকুর রহমান চৌধুরী, মোঃ মামুনুর রশিদ সেলিম, মোঃ ওয়ারেছ আহম্মদ চৌধুরী ও মাষ্টার মোঃ নাছির সহ আরও অনেক।
এই কারবালা মাহফিল বৃহস্পতিবারে শুরু হয়ে শুক্রবার ও শনিবার পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার রাতে আখেরে মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হবে। দ্বিতীয় ও তৃতীয় দিবসে দরবারের বিভিন্ন সাজ্জাদানশীন, পীরজাদা, শাহাজাদা সহ দেশ বরন্যের আলেমগণ ইসলামি আলোচনা করবেন।