বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ডিএপি সার কারখানায় শ্রমিকদের চার ঘন্টার কর্মবিরতি: মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডেএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল) সার করারখানায় কাজের ঝুঁকি, নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা, সমন্মহীনতা, কর্ম পরিবেশ সৃষ্টি ও বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ান হামিদুল্লাহ নিহতের ঘটনা তদন্তের দাবীতে শ্রমিকরা কর্মবিরতী পালন করেন।

শনিবার (১২ আগষ্ট) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কারখানার গেটে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। পরে বিসিআইসি কর্মচারী প্রধান মো জাকির হোসেনের আশ্বাসে তারা কাজে যোগ দেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, ডিএপি সার কারখানার সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু জাহের, ক্যাজুয়েল কর্মচারীদের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ শ্রমিক নেতারা।

সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন আহমদ বলেন, কারখানার শ্রমিকদের কাজের নিরাপত্তা নেই, বৃহস্পতিবার নিহত টেকনিশিয়ান হামিদুল্লাহকে তার ডিউটির পরে বাসা থেকে ডেকে এনে কাজ করানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। এজন্য কারখানার ব্যবস্থাপনা দায়ী। এখানে কাজের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। এসব দাবী আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ শনিবারের মধ্যে এসব দাবী মেনে না নিলে আমার লাগাতার কর্মবিরতি পালন করব। প্রয়োজনে হামিদুল্লাহ নিহতের ঘটনায় আমরা হত্যা মামলা দায়ের করব। তবে কারখানার এমডি আবদুল হাকিম বলেন, শ্রমিকরা আমার কাছে কোন দাবী নিয়ে আসেনি, কারখানায় কাজও স্বাভাবিক চলছে।

উল্লেখ্য ডেএপি সার কারখানায় স্থায়ী ও অস্থায়ী মিলে ৫০০ শ্রমকি কর্মচারী রয়েছে। এ কারখানায় দৈনিক ৬০০ মেট্রিক টন সার উৎপাদন হয়। কারখানাটি একদিন বন্ধ থাকলে সরকারের দৈনিক ৬ কোটি টাকা ক্ষতি হয়। গত বৃহস্পতিবার বিকালে এ কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে হামিদুল্লাহ নামে এক টেকনিশিয়ান নিহত হয়।