রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুন, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।গত সোমবার রাতে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও ধোপাছড়ি ইউনিয়নে পৃথক এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার একদল পুলিশ ওইদিন রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পূর্ব ধোপাছড়ি ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায়।
এসময় জিআর ও সিআরসহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী মো. নুরুল আবছার (৩৩)কে আটক করা হয়। আবছার ওই এলাকার মীর আহমদের ছেলে।
এসময় পুলিশ তার কাছ থেকে ২০১ পিস ইয়াবাও উদ্ধার করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চন্দনাইশ থানার অপর একদল পুলিশ একইদিন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দিনাজপুর জেলার মোখলেচুর রহমানের ছেলে মো. আজাদুর রহমান (৩৪)কে আটক করে তারা। এসময় তার কাছ থেকে ৩৯৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এদিকে চট্টগ্রামমুখী অপর যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কক্সবাজার জেলার মধ্যম রামু পশ্চিমপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩২)কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে পুলিশ ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী ইয়াবাসহ ৩ জনকে আটকের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।