আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ইশতিয়াক ইমন’র সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশীদুল হক, কৃষি অফিসার রমজান আলী,সার্কেল এসপি কামরুল হাসান,অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ প্রমুখ।
এর আগে সকাল দশটায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরান মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯ টায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নেতৃত্বে বঙ্গবন্ধৃর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করেন।
এ ছাড়া উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আনোয়ারা প্রেসক্লাব,আনোয়ারা সরকারী কলেজ, বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামজিক সংগঠন আলোচনা সভা, বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।