সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী পৌরসভায় আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

 

চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আবাহানী ক্লাবের চত্তরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণ আলোচনা দোয়া মাহফিল, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের পক্ষে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদের বক্তিগত উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।

দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন হেলাল মাহামুদ।
এতে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহা আলম কাউন্সিলর, জামাল উদ্দিন মেম্বার, মাওলানা নাজিম উদ্দীন কাউন্সিলর,
সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান সুমন, শাক্তত খান, মুহাম্মদ মুছা,আজম আলী,হারুনুল রশিদ, কামরুল ইসলাম মিন্টু, আবদুল খালেক, আবু ছালেক, বন্ধন বড়ুয়া, মুহাম্মদ রাশেদ, এ এইচ বাবর, নুর মোহাম্মদ, মহিউদ্দিন, হাবিবুর রহমান, ইরফান মুহাম্মদ রিপন,আবুল হাছান,মুহাম্মদ খোকন ছাত্র লীগ যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সহ ১৫আগস্ট নিহত শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।