আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সাতকানিয়া কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহাফিল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।
সাতকানিয়া আলিয়া মাদ্রাসা হলরুমে শুক্রবার বিকালে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম ডালু সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসেইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্ততা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুল রহমান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী,মোঃ শাহজাহান, একেএম আসাদ, আজাদ হোসেন চৌধুরী, মাহফুজুর রহমান, মুনসি আব্দুর রব,
হোসেন রহমতুল্লাহ, মোঃ আলী হোসেন নেজামুল হক বাবু। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নজির আহমদ , সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ডলি দাস
সহ কৃষক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসম বন্যায় ক্ষতিগ্রস্ত একহাজার কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।