আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
এবারের ভয়াবহ বন্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ভেঙে গেছে ঘরবাড়ি সহ রাস্তাঘাট। এসব ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রান সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আলিম উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম জিয়া, আমিরাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুল নবী, প্রবিণ আওয়ামী লীগ নেতা আমিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ সোহেল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নছুরুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাছিমা আকতার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।