মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশ সাতকানিয়াতে সৎসঙ্গ বাংলাদেশ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নিজস্ব সংবাদদাতাঃ  বিশ্ব সৎসঙ্গের আচার্যদেবের পুতঃ আশীর্বাদে, সৎসঙ্গ বাংলাদেশ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠান, আজ ২৩ আগষ্ট, বুধবার – সৎসঙ্গ বিহার সাতকানিয়া তে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা সৎসঙ্গ বিহার সাতকানিয়া’র উন্নয়ন কমিটির সভাপতি দেবাশীষ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় ও সৎসঙ্গ বিহার সাতকানিয়ার স্থায়ী কমিটির সভাপতি, সহপ্রতি ঋত্বিক সাধন চন্দ্র সুশীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে মুখ্য আলোচক ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ এর সহসম্পাদক সহপ্রতি ঋত্বিক সুব্রত আদিত্য।

আলোচনাত্তোর অনুষ্ঠানে উপস্থিত বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন সৎসঙ্গ বাংলাদেশের সহসম্পাদক শ্রীযুত সুব্রত আদিত্য, সৎসঙ্গ বিহার সাতকানিয়া স্থায়ী কমিটির সভাপতি সাধন চন্দ্র সুশীল, সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি তিমির কান্তি সেন, সৎসঙ্গ বিহার সাতকানিয়ার স্থায়ী কমিটির সম্পাদক অধ্যাপক শুভাশীষ দাশ, সৎসঙ্গ বিহার সাতকানিয়ার উন্নয়ন কমিটির সভাপতি দেবাশীষ কান্তি বিশ্বাস, সহপ্রতি ঋত্বিক কৃষ্ণাশীষ দাশ ও সাংবাদিক শংকর দাশ প্রমুখ।

বিশেষ উল্লেখ্য যে, সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে বিগত দু’দিনব্যাপী দোহাজারী পৌরসভার দিয়াকুল, সাতকানিয়ার ধর্মপুর, কালিয়াইশ, নলুয়া, চরতী, এওচিয়ায় সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে ৪০০ পরিবারকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।