বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নিজস্ব  প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট কালো রাতে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা গতকাল ২৮ আগষ্ট বিকালে মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মনিরুল হক, সাধারণ সম্পাদক সুরেশ দাশ। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও পৌরসভা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দনাইশ পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম চৌধুরী, চন্দনাইশ পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক এম হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান, কর্নফুলী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক ছৈয়দুল হক, বোয়ালখালী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোকতেয়ার আহম্মদ মিন্টু প্রমূখ।