আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫০ লিটার চোলাই মদসহ শ্রী ধাম নাথ নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নির্দেশনায় এস আই নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট রোডস্থ ইউনুছ মিয়া মার্কেটের পূর্ব পার্শ্বে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। ওই সময় বিভিন্ন বোতলে রাখা ৫০ লিটার চোলাই উদ্ধার করা হয়।
আটককৃত শ্রী ধাম নাথ (৩২), উপজেলার পুটিবিলা ইউনিয়নের (১নং ওয়ার্ড) নাথ পাড়ার মৃত নির্মল নাথের পুত্র।
থানার ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শ্রী ধাম নাথকে আটক করি। উদ্ধারকৃত চোলাই মদের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ২ নভেম্বর আদালতে প্রেরণ করা হয়েছে।