রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে মাওলানা সিরাজুল ইসলামের ইন্তেকাল, দাফন সম্পন্নঃ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

চন্দনাইশের সাতবাড়ীয়া নগর পাড়ার কৃতি সন্তান হযরত ক্বারি আব্দুল ফাত্তাহ শাহ (রহঃ) ফোরকানিয়া মাদ্রাসার সাবেক উস্তাদ, সাতবাড়ীয়া মুন্সিভিটা ফোরকানিয়া মাদ্রাসার সাবেক উস্তাদ, আশরাফ মুহরী হাট জামে মসজিদের পেশ ইমাম, বৈলতলী ইউনিয়নের কমলিমার জামে মসজিদের সাবেক ইমাম ও চট্টগ্রামের বহদ্দার হাট কাঁচা বাজার জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন, বিশিষ্ট নাত খাঁ জনাব মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম (৫৫) ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৩০ টায় ঘুমন্ত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন –
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র/দুই কন্যা সহ বহু ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া শাহ আমানত (রহঃ) সিনিয়র মাদ্রাসা মাঠে মাওলানা সিরাজুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন শাহ আমানত (রহঃ) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক। নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মুসল্লীর ঢল নামে।
উল্লেখ্য, মাওলানা সিরাজুল ইসলাম ব্যক্তিগত জীবনে খুবই সজ্জন, অতিথিপরায়ণ, ধার্মিক ছিলেন। বিভিন্ন মক্তবে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন মসজিদে ইমাম/মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। সুমধুর কণ্ঠে হৃদয়গ্রাহী হামদ/নাত পরিবেশন করতেন। পাঁচ ওয়াক্ত তিনি মুসলমানদের আল্লাহর ঘর মসজিদে আহবান করতেন।