বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় পদুয়া-চরম্বা সীমান্তবর্তী জামছড়ি খাল থেকে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া-চরম্বা সীমান্তবর্তী এলাকায় জামছড়ি নতুন ব্রীজের দক্ষিণ পাশে খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে স্থানীয় শহিদুল ইসলাম নামে এক ব্যাক্তি মাছ ধরতে গিয়ে খালের ভেতর ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, এসআই রুহুল আমিন, এসআই নুরুন্নবী, এসআই সাইদুল এবং লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান, লাশটি ভেসে আসছে কয়েকদিন হবে। লাশের শরীরে পঁচন দেখা দিয়েছে। লাশটি উদ্ধার করে পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হবে।ময়নাতদন্ত শেষে বিস্তারিত আরও জানা যাবে।