বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় তিন ঘরে আগুনে ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় তিন বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আজ রবিবার বিকাল পাঁচ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের এয়াকুব মাস্টারের বাড়ীতে আগুনের এ ঘটনা ঘটে।

আগুনে মাস্টার এয়াকুব আলী, নুর মুহাম্মদ রিপন, জসিম উদ্দিনসহ তিন ভাইয়ের বসত ঘর পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ মাস্টার এয়াকুব আলী বলেন, বিকালে আমার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুন ধরে যায়, মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা ঘর থেকে কোন রকমে প্রাণ নিয়ে বের হয়ে গেছি। কোন জিনিসপত্র বের করতে পারিনি। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।

আনোয়ারা ফায়ার সাভির্সের ইনসার্জ বেলাল হোসেন জানান, বিকালে আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করা যায়নি।