আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
মামলার সাজাপ্রাপ্ত আসামী মো.জাফর (৫০) উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মোঃ আব্দুল নবীর ছেলে। সে বিগত ৩ বছর যাবত গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পলাতক ছিলেন বলে জানা যায়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ।
ওসি সোহেল আহমেদ বলেন, আনোয়ারা থানার নিয়মিত অভিযানে ৩ বছর ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।