আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ থানায় দশ বছর আগে দায়ে করা মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে থানার উপ পুলিশ পরিদর্শক এএসআই মো. রেজাউল করিম মামুন উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ও সরেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত মো. ইসমাইল ও আবদুর নুরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনই আনোয়ারা উপজেলার।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ জানান, ‘কক্সবাজার টেকনাফ থানায় ১৯৯০ সালের একটি মাদক মামলায় গ্রেপ্তারকৃত দুইজনকে আদালত ৫ বছরের কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড করেন। এত বছর ধরে তারা পলাতক ছিলো। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।