আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
কক্সবাজার থেকে ২৮ হাজার ইয়াবা এনে বিক্রির আগে মোঃ মুজিবুর রহমান (২৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকালে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার মধ্যম গহিরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুজিব স্থানীয় মৃত মনছুর আলমের পুত্র। সে কক্সবাজার থেকে এসব ইয়াবা চট্টগ্রামে এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরা মাঝির ঘাট এলাকায় অভিযান চালিয়ে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে নিজ বসত ঘরের খাটের নিচ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ বলেন, জব্দকৃত ইয়াবা ও ব্যবসায়ীকে র্যাব মাদক মামলায় দিয়ে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।