রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মেজর জেনারেল (অবঃ) এমএ ওয়াদুদ সংবর্ধিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয়স্থল

 

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
মেজর জেনারেল (অবঃ) ও চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ বীরপ্রতীক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয়স্থল৷ তিনি মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বাড়ানো, বীর নিবাস তৈরি করে দেয়া, অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া ছাড়াও হাসপাতালে বিনামুল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।

১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় চাঁদপুরে ১৫ তম জাতীয় ইলিশ উৎসব অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মেজর জেনারেল (অবঃ) এমএ ওয়াদুদ এ কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।

চাঁদপুর চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিনয় ভুষণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চাঁদপুর জেলা ইউনিটের কমান্ডার লেঃ এমএ ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য শারমিন আকতার জুঁই।