বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দীঘিনালায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শাহাদাৎ হোসেন সোহাগ
খাগড়াছড়ি, দীঘিনালা

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকীর নেতৃত্বে অনুষ্ঠিত।

রবিবার সকাল ১০ ঘটিকায় মেরুং ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে এই প্রথম বার ১নং মেরুং ইউনিয়ন পরিষদে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ। আরো উপস্থিত ছিলেন ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের মেম্বার ২ নং ওয়ার্ড ঘনসান ত্রিপুরা, ৩নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসেন তারা সহ সকল মেম্বার গণ।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকী বলেন, আমি নৌকা প্রতিক থেকে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নমিনেশন পেয়ে সকল সাধারণ জণগণের পাশে থাকার সুযোগ পেয়েছি। সাধারণ মানুষের উন্নয়ন আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব যেন সঠিক এবং সৎ ভাবে পালন করতে পারি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।