চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা কমিটির মেয়াদ গত ১১ সেপ্টেম্বর ২ বৎসর পূর্ণ হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটোর আবেদনের পেক্ষিতে সন্মেলন করার জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়। এতদসত্বেও সন্মেলন করা সম্ভব না হওয়ায় চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বাতিল পূর্বক ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন বিষ্ণুযশা চক্রবর্ত্তী কে আহবায়ক ও কৃষ্ণ চক্রবর্ত্তী কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন- বলরাম চক্রবর্ত্তী, সমীরণ দাশ তপন, কুমার রায় চৌধুরী, অমিতাভ চৌধুরী টিটো, প্রকৌশলী ভবশংকর ধর, বাবু দাশ বাবলু, তপন চক্রবর্ত্তী, গোপাল কৃষ্ণ ঘোষ, সৌরভ দাশ শুভ্র, মিটন মহাজন, রূপন সুশীল, কাজল মিত্র, অজয় দত্ত, পরিমল মহাজন, সুশান্ত চক্রবর্ত্তী, অলক কুমার দে, রত্নজিৎ ধর, বিধান দত্ত, নটর দেব রায়, দেবু দাশ, দিলীপ সুশীল, মধুসূধন দেব, জয়রাজ শীল। জেলা পূজা উদযাপন পরিষদের সুপারিশক্রমে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নব গঠিত চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সন্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং যাবতীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন।
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি