রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় তিনটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অভিযানের প্রথম দিন আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতাল, আনোয়ারা হলি হেল্থ এন্ড ডায়াগনষ্টি সেন্টার ও চাতরী চৌমহনীতে শাহ মোহছেন আউলিয়া ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ বলেন, সারা দেশে নিবন্ধনহীন অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়য়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অভিযান চলছে। এরই ধারা বাহিকতায় আনোয়ারায় তিনটি ক্লিনিক ও ডায়য়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এসময় তারা যথাযত কাগজ পত্র দেখাতে ব্যার্থ হয়েছে। তাদের আগামী কালের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে সময় দেওয়া হয়েছে। দেখাতে ব্যার্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।