আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব সংবাদদাতা চট্টগ্রাম: বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম.এ হাশেম রাজুকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রধান কার্যালয় সেন্ডমার্ক থেকে আইএইচআরটি র মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এম. এ হাশেম রাজুকে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবেশ রক্ষা আন্দোলনের একজন কর্মী হিসাবে কাজ করে আসছেন। রাজু চন্দনাইশ গাছবা- ড়িয়া সৈয়দাবাদ এলাকার একটি সম্ভ্রান্ত মুসিলম পরিবারের সন্তান। তাকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন স্থায়ী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাপসার চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান, মহাসচিব প্রফেসর ড. এম.এ গফুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, প্রফেসর ড. আতিকুর রহমান, কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. বীমাত বড়ুয়া, প্রধান সমন্বয়ক উত্তম কুমার আশ্চার্য প্রমুখ।