মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস দাখিল মাদ্রাসায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি:

১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূর নবীর আগমন উপলক্ষ্যে ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকায় চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ছৈয়দ মোঃ পাড়া, সর্বল কাজী পাড়া, শাহের মোঃ পাড়া, ফকির পাড়া, নয়া পাড়া, বদলর কলঘর, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া, আবদুল বারী হাট সহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) ও বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী মোঃ হোসাইন, সদস্য নুর মোহাম্মাদ, সদস্য মফিজুর রহমান,
আবদুল খালেক, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মোঃ জাহেদুল ইসলাম, মাওলানা ইয়াছিন আরফাত, শায়ের মিজানুর রহমান, মাওলানা আবদুর ছবুর, মাওলানা রিফাত, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মো: আসিফ হাসান, হাবিব, নুর হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রিয়াজ, মোঃ নয়ন, মোঃ রাসেল, মোঃ আব্দুল নবী, কামাল, মানিক, রবিউল, ইমন, সাকিব, দোলেয়ার, জসিম, রিফাত, নুরুল হক, নজরুল, জসিম, মনজুর সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জশনে জুলুছে ও বর্ণাঢ্য র‌্যালিতে পতাকা বহন করেন শিক্ষার্থীরা এবং মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। জশনে জুলুছে ও বর্ণাঢ্য র‌্যালি শেষে মাদ্রাসা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে। মিলাদ, কিয়াম, মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক মওলানা মোঃ ইয়াছিন আরাফাত রুবেল ও এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মোঃ জাহেদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রিয় নবী করিম (দ.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যে ভাবে বিশ্বের সকল জাতিকে ও সকল ধর্মের হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে।

বক্তারা আরও বলেন, প্রিয় নবীজির (সা.)শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।