আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ভবানীপুর, জোড়পুকুরিয়া লালির বাপের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলহাজ্ব নুরুল কবির সাহেব (রহঃ) কর্তৃক প্রবর্তিত প্রতিবেশী ও বড়হাতিয়াবাসীর উদ্যোগে ১২দিন ব্যাপী ৩৩তম ঈদে মিলাদুন্নবী সঃ মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) মাহফিলের সমাপনী দিবসে বাদে এশা অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজসেবক মাহবুবুর রহমান। প্রধান মেহমান ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল।
মাহফিলে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, সমাজসেবক মিরান হোসেন মিজান, সমাজসেবক নুরুল কবির চৌধুরী,চট্টগ্রামের ব্যবসায়ী মোঃ শাহ আলম, ব্যবসায়ী ও মাহফিল পরিচালনা কমিটির সদস্য মোঃ জালাল সওদাগর, বড়হাতিয়া ইউপি সদস্য মোঃ রফিক উদ্দিন,ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক রানা,আলহাজ্ব নুরুল কবির সাহেবের পুত্র মোঃ শাহ মনসুর, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক রায়হান সিকদার ও ডেন্টিস আবদুল মোমেন।
সভায় লালির বাপের পাড়ার সকল মুরুব্বীগণসহ অন্যানারা উপস্থিত ছিলেন। মাহফিলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।