শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় ফ্রিল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও যুব সমাজের দক্ষতা বাড়ানোর নিমিত্তে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে এক দিনের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় আব্দুল জলিল মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, ব্র‍্যান্ড ডিজাইনার ফ্রিল্যান্সার আব্দুল মন্নান আসিফ, নেক্সটজেন বাংলাদেশ ফাউন্ডার সোমেন কানুনগো, ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্সার রাকিব উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাই তরুণ ও যুবসমাজের মাঝে ফ্রিল্যান্সিং ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এখানে পেশাদার ফ্রিল্যান্সার কর্তৃক ৬৩৪ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করছি, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা সফল আত্মনির্ভরশীল দক্ষ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।