মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আঁধারে আলো’র নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

মুমূর্ষু জীবন, বিপন্ন মানবতা, চারদিক অন্ধকার কালো,
রক্ত দিয়ে আনবো সে প্রাণ জ্বলবে আঁধারে আলো।

এ স্লোগানে দক্ষিণ চট্টগ্রামের সর্বপ্রথম প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আঁধারে আলো’র নবনির্বাচিত (২০২৪-২৫) কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১০ই নভেম্বর শুক্রবার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রভাতী স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হয়।

এতে উদ্ভোধক হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা মেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ আলহাজ্ব লোকমান হাকিম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক সফল মেম্বার ও সংগঠনের উপদেষ্টা এস এম জামাল উদ্দিন মেম্বার, আলোকিত দোহাজারীর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল গফুর রাব্বানী, সংগঠনের বিদায়ী সভাপতি ফরহাদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ তৌহিদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম শোভন সহ স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আঁধারে আলোর সকল সদস্যবৃন্দ। এর আগে গত সেপ্টেম্বরে (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে মুহিম বাদশা, সহ-সভাপতি বাবু উজ্জ্বল বড়ুয়া, সহ-সভাপতি রবিউল ইসলাম রবিন, সহ-সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম পাভেল, সহ-সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আকিব, সাংগঠনিক সম্পাদক মো: আবদুল হাফেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রাইহান ফাহিম, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন তারেক, সহ অর্থ আবু সাঈদ,প্রচার সম্পাদক মুমেন শাহরিয়ার, তথ্য ও সেবা রিপন বড়ুয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, সাংস্কৃতিক সম্পাদক তারেকুল ইসলাম সুজন ও দপ্তর সম্পাদক পদে মাহফুজ হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে।

২০১২ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠনটি নতুন বছরে এক যুগ পার করতে যাচ্ছে। বাংলাদেশের আনাচে-কানাচে সংগঠনটি এ পর্যন্ত কয়েক হাজার অসহায় মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এলাকাবাসীর প্রত্যাশা আজীবন টিকে থাকবে আঁধারে আলোর এই মানবতা। জয় হোক মানবতার, জয় হোক আঁধারে আলোর।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যকরী পরিষদের কমিটিকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।