রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীতে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসীরা।গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে জানা যায়, বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের জায়গায় একই এলাকার বাসিন্দা নিতাই চক্রবর্তী ও তার পরিবার জায়গা দাবি করে আসছিলেন। এ নিয়ে তিনি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা, সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যসহ এলাকার বেশ কয়েকজন মানুষের বিরুদ্ধে ফৌজদারী আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলাকে কেন্দ্র করে মানববন্ধনটি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হয়রানির উদ্দেশ্যে নিতাই চক্রবর্তীরা মিথ্যা মামলা দিয়েছেন গ্রামবাসীর বিরুদ্ধে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলার বাদীর শাস্তির দাবিও জানান তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ, নারায়ণ মন্দির স্টুডেন্ট ক্লাব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) উপজেলা শাখা, সুহৃদ ক্লাব, দাশ পাড়া মায়ের উন্নয়ন সংঘ, লোকনাথ সেবক সংঘ, হিন্দু-বৌদ্ধ-খিৃষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখা, রাধা গোবিন্দ ও জ্বালা কুমারী মাতৃ মন্দির, উদয়ন সংঘ, ত্রিলোকেশ মহা শশ্মান পরিচালনা কমিটি, পল্লী মঙ্গল যুবক সমিতি ও ব্রাহ্মণ সংসদ, জগদীশ্বরী কালী মন্দিরের নেতৃবৃন্দ।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামল চৌধুরী, শংকর চৌধুরী, শ্যামল বিশ্বাস, সরোজ কুমার চৌধুরী, দীলিপ দে, পিংকু কর, অনিল দে, রতন চৌধুরী, বিশ্বজিত চৌধুরী বাবু, বিকাশ সিকদার, বিপ্লব দাশ, সুব্রত দত্ত রাজু, বাবলু কুমার ঘোষ, রুণা দে, সঞ্জয় দত্ত, রুপন শীল, লিটন কান্তি গুহ, অর্পিত দত্ত, বিষু ঘোষ, আশুতোষ চৌধুরী, পন্ডিত তাপস চক্রবর্তী, উৎপল ধর, উমা বিশ্বাস, সনজিত চৌধুরী তুহিন, সত্যপ্রিয় শীল, রক্তিম দে, সুমন দে, বিপ্লব সরকার, মৃত্যুঞ্জয় চৌধুরী, বিধান মোহরের, চিন্ময় চৌধুরী, রাজু দে, দীপু সেন, সুমন কর, নিপু দে, বিজয় চক্রবর্তী, সনদ চক্রবর্তী, অভিজিৎ দত্ত, অর্পণ চক্রবর্তী, অনিক চক্রবর্তী, লিটন দে, দুর্জয় তালুকদার, অভি দত্ত, উত্তম ধর, সৌমেন চক্রবর্তী, ছোটন চক্রবর্তী, সজীব চৌধুরী সুমন, প্রদীপ দে, অজিত দাশ, জুয়েল চক্রবর্তী, রানা দত্ত, সুজয় দত্ত টিপু, জয়দ্বীপ চক্রবর্তী ও বিপ্লব বিশ্বাস গৌরাঙ্গসহ অন্যান্যরা।