শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চট্টগ্রামে সাতকানিয়া – বাজালিয়া- লায়ন্স ক্লাব অফ চিটাগাং এর উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ কামাল উদ্দিন- বিশেষ প্রতিনিধি -স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত বাজালিয়া ইউনিয়ন ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫ বি-৪, বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালী সহ ৯ (নয়) টি ক্লাব ও লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল যৌথ সহযোগিতায় ৪০০(চারশত) ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রান বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজনকারী লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর সেক্রেটারী এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪, বাংলাদেশ এর জেলা গভর্নর শান্তি ও সমৃদ্ধির অন্বেষায় প্রবক্তা লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাভ অল সার্ভ অল এর প্রবক্তা জেলা আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা ২য় ভাইস গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), ত্রান কমিটির সদস্য সচিব লায়ন অশেষ কুমার উকিল, জিএলটি ডিষ্ট্রিক কো-অডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম আরজু,জিএমপি ডিষ্ট্রিক কো -অডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া,ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুর রশিদ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এস এম সাজ্জাদুল ইসলাম চৌধুরী, লায়ন নেজাম উদ্দীন, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোঃ শাহ্ আলম এমজেএফ,লায়ন রেজাউল আজিজ রেজা, লায়ন মোঃ সাইফুদ্দিন সহ স্থানীয় বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।