রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন এর উদ্যোগে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি:

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি – ২০২৩
সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পশ্চিম এলাহাবাদ এলাকার ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ৬টি স্কুলের ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তৎমধ্যে শারীরিক অসুস্থতার কারণে ৩ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য সচিব আজিজুর রহমান, পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের আহবায়ক মোহাম্মদ আবু বক্কর, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোহাম্মদ আবদুল জব্বার, লোকমান গনি বাবুল, মোহাম্মদ শাহজাহান, রেজাউল করিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মৌলানা জাহাঙ্গীর আলম, সহ-সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আরিফ, সদস্য যথাক্রমে অ্যাডভোকেট আবু ছালেহ্, মোহাম্মদ মাহাবু, মোহাম্মদ শাহনেওয়াজ, মোহাম্মদ আলমগীর, আলী আজগর, এমদাদ, মোরশেদ, ছাবের আহমেদ, সৈয়দ উদ্দিন নোমান, দেলোয়ার হোসেন, সালাউদ্দিন পারভেজ, ইফতেখারুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, তারেকুর রহমান, আবু ইউছুফ,মাওলানা আবদুল কাদের, আবছার, ইউছুফ, সেলিম উদ্দিন, কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে, সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ প্রমুখ।

পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি প্রথমবারের মতো বৃত্তি কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়েছে। এছাড়াও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসে ঈদ সামগ্রীসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকে।