রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাধারণ জ্ঞানের চর্চা মেধার বিকাশ ঘটায়- মেয়র আইয়ুব বাবুল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়ার ইন্দ্রপোল সংলগ্ন বায়তুশ শরফ কমপ্লেক্সে বায়তুশ মুর্শিদে বরহক পীরে তরিকত্ব শাহসূফি হযরত শাহ আবদুল জব্বার (রহ:) স্মৃতি বৃত্তি পরীক্ষা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ বারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রায় সহস্রাধিক পরিক্ষার্থী অংশ গ্রহন করে।

এ উপলক্ষে সকাল থেকেই অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে পরীক্ষা কেন্দ্র হাজির হতে থাকে। ফলে বেলা গড়াতেই শাহ জব্বারীয়া কমপ্লেক্স এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। চারদিকে বিরাজ করে উৎসবের আমেজ।

পরীক্ষা শুরুর মাঝামাঝি সময়ে কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, কমপ্লেক্স ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, তাদের সাথে ছিলেন ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, সুপার মৌলানা সরওয়ার উদ্দিন রাশেদী, মোঃ আবু তালেব আইয়ুব, মোঃ সেলিম উদ্দিন
বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন খোকন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় অতিথিবৃন্দ পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এ পরীক্ষা শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে তারা এ কমপ্লেক্স ঘুরে দেখে বলেন, এ প্রতিষ্ঠান ধীরে ধীরে আল কোরআন ও ইসলামী শিক্ষার বাতিঘর হয়ে সমগ্র দক্ষিণ চট্রগ্রামে আলোকিত মানুষ তৈরী করবে। তারা এ কমপ্লেক্স তৈরী করে দেওয়ায় পটিয়ার কৃতি সন্তান, বেকার বন্ধু দেশের শীর্ষ ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের আন্জাম প্রদান করবে।