রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আধুনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, নোমান গ্রুপ ও সাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান। গেস্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।

আমন্ত্রিত মেহমান ছিলেন নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাঁতুন, সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা, নোমান গ্রুপের ডিএমডি আবদুল্লাহ মোঃ জুবাইর সিআইপি।

স্বাগত বক্তব্যে রাখেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইউনুচ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভপতি, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মোঃ খালেদ জামিল, এডভোকেট মুুহাম্মদ ইলিয়াছ, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের দাতা সদস্য মোঃ আবু তাহের,সমাজসেবক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হামজা, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের,দাতা সদস্য আলহাজ্ব নুরুচ্ছাফা, ব্যবসায়ী তরুণ সংগঠক আবু সিদ্দিক।

অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হোসেন।

সভায় বক্তারা জানান, আমাদের সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে চাকরী করতে পারবে সুনামের সাথে। এ এলাকার সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এ প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের সর্বশ্রেষ্ট প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। কারিকুলাম জীবন মুখী, বাস্তবমুখী কারিকুলাম। এ প্রতিষ্ঠান থেকে ভাল দক্ষ ইঞ্জিনিয়ার বের হয়ে এদেশের আত্মসামাজিক উন্নয়নে অবদান রাখবে।