আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রাম লোহাগাড়ায় পানের বরজে কাজ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ হারালো সাহাব মিয়া (৭০) নামে এক কৃষক। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাদুইল্লার ডুরি নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহাব মিয়া উপজেলার আধুনগর সিকদার পাড়ার মৃত সোলতান আহামদের পুত্র। প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় প্রতিদিনের ন্যায় কৃষক সাহাব মিয়া পানের বরজে দেখাশুনা করতে যায়। দুপুর ২টার দিকে বন্যহাতির একটি দল পানের বরজে প্রবেশ করে তাকে আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনতি বন রেঞ্জের আওতাধীন সাতগড় বিট কর্মকর্তা রফিবুল ইসলাম জানান, বন্যহাতির আক্রমণে কৃষক সাহাব মিয়ার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।