আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি: পটিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী পোস্টার লাগানোর সময় এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। তার নাম আবু তৌহিদ (৩০)। সে পটিয়া পৌরসভার যুবলীগের উপ প্রচার সম্পাদক। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থক হায়দার আলমের নেতৃত্ব হামলা করা হয়। হায়দার পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, দলীয়ভাবে মনোনয়ন না পাওয়ার পর সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় নেতারা ক্ষোভে ফুঁসে ওঠেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। শুক্রবার নৌকার সমর্থক ডিএম জমির উদ্দীনকে ডিবি পুলিশ গ্রেফতার করা হয়। ডিএম জমির গ্রেফতারের খবরের সুযোগ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে নৌকার পোস্টার লাগানোর সময় অর্তকিতভাবে হামলা করে। এসময় যুবলীগ নেতা তৌহিদের হামলা করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম জানিয়েছেন, পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা করেছে। আহত তৌহিদ হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।