মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

নির্বাচনকে সামনে রেখে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে লোহাগাড়া থানা পুলিশের অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলার উন্নয়নে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রথমদিনে সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এদিন প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় ২০টির অধিক মোটরসাইকেল জব্দ করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম।

ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলার উন্নয়নে উপজেলার বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।