মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারে এক হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান।

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতল এলাকার বিশিষ্ট শিল্পপতি, আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টার ও শপিং মল’র চেয়ারম্যান, প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব শামসুল আলম তাহার মরহুম পিতা আহমদ হোসেন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইছালে সওয়াব ও মাগফিরাতের জন্যে ২৬ জানুয়ারি রোজ শুক্রবার দিনব্যাপী ১০০০ হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি পরিক্ষা নিরিক্ষা প্রদান করেন।

ঐদিন সকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলমের মা মোছাৎ আম্বিয়া খাতুন ফিতা কেটে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান নাজমা আকতার নাজু, ম্যানেজার মোহাম্মদ রুবেল, ডা: শাহীন হাসান চৌধুরী, নাইমা আকতার মিম, আব্দুলাহ ইয়ামিন, সাহেদ হোসেন সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ রুবেল জানান, ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ১০০০ জন হতদরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি পরিক্ষা নিরীক্ষা প্রদান করেন।

তিনি জানান দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, কোরানীহাট, দোহাজারী, নলুয়া, মৌলভীর দোকান, পটিয়া, বরকল, বরমা, বৈলতলী থেকেও রোগীরা এসে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন।

আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টার ও শপিং মল’র কো-চেয়ারম্যান নাজমা আকতার জানান, মরহুম আহমদ হোসেন (শ্বশুর) বার্ষিক ইছালে সওয়াবের উদ্দেশ্যে চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলমের নির্দেশনায় আটার জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী এক হাজার হতদরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা ও পরিক্ষা নিরীক্ষা সেবা প্রদান করেন।

তিনি আরও জানান, প্রত্যান্ত এলাকার হতদরিদ্র মানুষরা টাকার অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরিক্ষা নিরীক্ষা করাতে পারেন না তাই মরহুম শ্বশুরের ইছালে সওয়াব ও মাগফিরাতের উদ্দেশ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। রোগীগন এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি পরিক্ষা নিরীক্ষা পেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন।

প্রতি বছর এই ফ্রি চিকিৎসা সেবা অব্যহত রাখতে পারেন মতো সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।