মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয় ডিগ্রী কলেজের সামনে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। সোমবার সন্ধ্যায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার এস.আই জয়নাল আবেদীন।

আহতরা হলেন যথাক্রমে সিএনজি চালক সেলিম (২৫)। তিনি চরম্বার ইউনিয়নের আতিয়ার পাড়ার আবদুল খালেকের পুত্র। দ্বিতীয় জন হলেন ওয়াজ খাতুন (৭০)। তিনি একই এলাকার আবদুল জব্বারের স্ত্রী। অপরজন হলেন দিলু আরা বেগম (৩০)। তিনিও একই এলাকার জসিম উদ্দীনের স্ত্রী। আহতদের মধ্যে দিলু আরা বেগমকে স্থানীয় বেসরকারী মা-মণি হাসপাতালে ভর্তি করান এবং অপর ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তাঁদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাঁদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময়ে বটতলী ষ্টেশন অভিমুখী সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক অর্থাৎ চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা চালকসহ ৩ জন গুরুতর আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার এম.আই.জয়নাল আবেদীন বলেন, বিষয়টি সম্পর্কে তাঁদেরকে দূর্ঘটনা স্থল থেকে স্থানীয়রা ফোন করে জানিয়েছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।