আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা রহমানিয়া মহিলা (দাখিল) মাদরাসা ও এতিম খানার ২৫তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) বাদে জোহর মাদরাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজকর্মী মিরান হোসেন মিজান।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শামশুল আলম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি আবদুল জব্বার চৌধুরী, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আশরফ আলী, সদস্য
মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ, ডাঃ মোঃ শহিদুল ইসলাম,আক্তার উদ্দিন, মাওলানা মুহাম্মদ শফিকুর রহমান,জয়নাল আবেদীন(মেম্বার), মাওলানা ইসমাইল, জিয়াউল হক সওদাগর,শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী, নিজাম উদ্দিন রাকিব, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম-আহবায়ক একেএম পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।