আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। চলমান শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার চুনতিস্থ আল্লামা ফজলুল্লাহ্ (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে দুই শতাধিক মানুষের মাঝে তিনি এসব শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহিম কবির বলেন, প্রতিবছর আমরা পারিবারিক উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছরও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। এ ধারাবাহিকতায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, আল্লামা ফজলুল্লাহ্ (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইছমাঈল, উত্তর পান্ত্রিশা শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানার মহাপরিচালক মাওলানা হাফেজ সাবের আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, সাকিব মাহমুদ রুবেল, শিক্ষক সালেহ আহমদ, সাকিব আজাদ, সাকিব আহমদ প্রমুখ।