বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

শাহেদা আইয়ুব কলির সার্বিক সহযোগিতায় চড়ুই ভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে- মোতাহেরুল ইসলাম এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, পটিয়া শিক্ষা, সংস্কৃতির পাশা পাশি ক্রীড়াঙ্গন ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা আমাদের পূণঃজীবিত করতে যুবকদের এগিয়ে আসতে হবে। এ জন্য বর্তমান প্রজন্মকে লেখা পড়ার পাশাপাশি ক্রীড়ামুখী করে গড়ে তুলতে সবাইকে দায়িত্ব নিতে হবে। খেলাধুলা একদিকে যেমন শারীরকে সুস্থ রাখে, অপর দিকে সন্ত্রাস ও মাদকাসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন দুই-ই ভালো থাকে।

তিনি গতকাল রাতে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আইয়ুব আলীর সহধর্মিনী শাহেদা আইয়ুব কলির
সার্বিক সহযোগিতায় চড়ুই ভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবুল কাশেম, চেয়ারম্যান এম এ হাশেম, মাহবুবুল হক চৌধুরী, এহসানুল হক, ডি এম জমির উদ্দীন, আবু সাহদাত সায়েম, গোলাফুর রহমান মঞ্জু, আয়ুব আলী, এম সাইফুদ্দিন, দস্তগীর চৌধুরী, জাহাঙ্গীর আলম, উদয়ন বড়ুয়া, আবদুর রউফ ভুট্টো।