মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে সাতবাড়ীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থী-২০২৪ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কান্তি বড়ুয়া।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার হুমায়ুন কবির ও আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ডা. মুহাম্মদ সেলিম উদ্দীন, আবদুল মোতালেব, আজাদ হোসেন টিপু, আবুল কালাম, শামিমা আকতার, বাবু প্রণব কান্তি বড়ুয়া, মর্জিয়া বেগম, শিক্ষানুরাগী সদস্য জসিম উদ্দিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে নিজেকে গড়ে তুলতে হবে এবং বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।