শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মাদরাসায় দৈনন্দিন উপস্থিতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হলেন মাওলানা আবুল মকছুম

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের অন্যতম ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ (ঘোনাপাড়া) শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদরাসায় ২০২৪ শিক্ষাবর্ষে দৈনন্দিন উপস্থিতির ক্ষেত্রে ১ম স্থান অধিকার করায় এবং মাদরাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাতুন্নবী (স:) মাহফিল সফল করার লক্ষ্যে বিশেষ অবদান রাখাসহ একাডেমিক ক্ষেত্রে পরিপূর্ণ দাখিল রূপে রূপান্তরিত করায় মাদরাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসীর কাছে সংবর্ধিত হলেন মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা মোঃ আবুল মকছুম।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে মাদরাসার ২৪তম বার্ষিক সভার প্রথম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা স্বারক (ক্রেস্ট) প্রদান করেন অনুষ্ঠানের অতিথিসহ স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ।

সম্মাননা স্বারক (ক্রেস্ট) প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, ঘোনাপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ফতি সেলিম উদ্দীন, মাস্টার ফয়েজ আহমদ, মোঃ সেলিম উদ্দিন, ফজল কবির, শহিদুল ইসলাম,এজহার মিয়া কোম্পানি প্রমুখ।

জানা যায়, ২০২৪ শিক্ষাবর্ষে দৈনন্দিন উপস্থিতির ক্ষেত্রে ১ম স্থান অধিকার করেছেন সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ আবুল মকসুম। এছাড়াও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি শুরু থেকে দাখিল ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। সম্প্রতি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিকে অত্যান্ত সুচারু রূপে পরিচালিত করে যাচ্ছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থা করেন এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে দাখিল নবম শ্রেণি চালু করার মধ্যে দিয়েই প্রতিষ্ঠানটিকে পরিপূর্ণ দাখিল রূপে রূপান্তরিত করেন। সর্বোপরি মাদরাসার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা মোঃ আবুল মকছুম জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার সর্বস্তরের মানুষের যথেষ্ট ভালবাসা এবং সহযোগিতা পেয়েছি। যার কারণ আমি মাদরাসার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তাই এ সম্মাননা আমি এলাকাবাসীকে উৎসর্গ করলাম। আমি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।