রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উত্তর রাঙ্গুনীয়ায় বগাবিলী ব্রীজ ঘেষে অবৈধভাবে বালু তোলায় মেশিন পুড়িয়ে নষ্ট ও জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দীন,রাঙ্গুনীয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।দীর্ঘদিন ধরে বগাবিলি সেতুর আশে পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেতুটির পিলারের গোড়া মাটি হতে আলাদা হতে থাকে। সেতুর আশপাশের তিন কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে অবৈধভাবে বালু তোলছে কিছু অসাধু সেন্টিগ্রেট।এতে ব্যাপক ঝুকিতে রয়েছে ব্রীজটি। ইছামতি নদীর উপর নির্মিত সেতুর গোড়া থেকে দীর্ঘদিন ধরে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগের পর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকায় ইছামতি নদীতে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদুর রহমান। এসময় নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় বগাবিলী সেতুর পাশে বসানো দুটি খননযন্ত্র ও বালু তোলার পাইপ পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। বালু তোলার দায়ে মো: আজগর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “অবৈধভাবে বালু তোলার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। এসময় বালু তোলার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।