বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

এরশাদ আলম, লোহাগাড়া, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু এবং তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে জনু চেয়ারম্যান বলেন, তিনি এবং তার ছেলের জনপ্রিয়তা দেখে একটি মহল তাদের বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি চুনতিস্থ একটি পাহাড় কাটাকে কেন্দ্র করে তাদের জড়িয়ে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্ন করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা ওই পাহাড় কাটার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, উপজেলা তাঁতী লীগের আহবায়ক নাছির উদ্দীন এবং চুনতি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।