মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারা সরকারি কলেজে শ্রী শ্রী বাণী অর্চনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা সরকারি কলেজে সরস্বতী পূজা উপলক্ষে “শ্রী শ্রী বাণী অর্চনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে সারাদিন ব্যাপি আনোয়ারা সরকারি কলেজের আয়োজনে আনোয়ারা সরকারি কলেজের প্রভাষক বাবু দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে “শ্রী শ্রী বাণী অর্চনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাবু সুজন আশ্চর্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রিদওয়ানুল হক, মুসলেহ উদ্দিন সিরাজী, নীলিমা রানি মহাজন, বাবু প্রশান্ত কুমার চৌধুরী, সিদুল কান্তি বড়ুয়া, টুম্পা পাল, বাবু অয়ন বড়ুয়া, সিমা রানী দাশ সহ সনাতন ধর্মের অনুসারী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সরস্বতী পূজা উপলক্ষে সকাল ৭টা থেকে পূজা আরম্ভ, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১০টায় আলোচনা সভা, দুপুর ১টায় প্রসাদ বিতরন, দুপুর আড়াই টায় সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।