রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলার শিকার বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম লোহাগাড়ায় রাতের অন্ধকারে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া ৭নং ওয়ার্ডের ফরিয়াদিকুল এলাকায় মোহাম্মদ সওদাগরের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ হাসানের পুত্র এবং উপজেলার বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, উল্লেখিত সময়ে আরিফুল ইসলাম ও তার বন্ধু মোহাম্মদ ইসমাইল পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এই সময় ১০/১২ জনের একটি দল তাদের গতিরোধ করে। এক পর্যায়ে আরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে তার মাথাসহ শরীরের একাধিকস্থানে গুরুতর জখম হন।

এই সময় বন্ধু আরিফুল ইসলামকে দুর্বৃত্তের হামলা থেকে রক্ষা করতে গেলে আহত হন ইসমাইলও। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তারা দুই বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন জানান, হামলায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। এরমধ্যে গুরুতর জখম আরিফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।