আজ চট্টগ্রামের সাতকানিয়া উত্তর ঢেমশায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম শুভ জন্ম মহোৎসব দিনব্যাপী নানা কর্মসূচির মর্ধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচির মর্ধ্যে ছিল গ্রন্থাগার উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, সংগীতানুষ্ঠান ও লীলাকীর্তণ, মাতৃ সন্মেলন, সাধারণ সভা, বাণী লিখন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অন্যতম।
মাঙ্গলিক কর্মসূচির মর্ধ্যে ছিল প্রত্যুষে উষাকীর্তন, ও প্রার্থণা, গ্রন্থাদি পাঠ, সৎদীক্ষা উল্লেখযোগ্য।
এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পীযুষ কান্তি দাশ মানিক। উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজিত আইচের সভাপতিত্বে, সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ বিহার সাতকানিয়া উন্নয়ন কমিটির সভাপতি দেবাশীষ কান্তি বিশ্বাস। বক্তব্য রাখেন শিক্ষিকা রত্না চক্রবর্তী, সৎসঙ্গ বিহার সাতকানিয়া স্থায়ী কমিটির সভাপতি প্রধান শিক্ষক সাধন কুমার সুশীল, অধ্যাপক শুভাশীষ দাশ, প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, উৎসব উদযাপন পরিষদের সম্পাদক মিল্টন দাশ।
ভিডিও চিত্র https://www.facebook.com/share/v/H4J6Q1Xck5J7W5JX/?mibextid=oFDknk
এতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ অংশগ্রহন করেন এবং ৪০০ জন মানুষ স্বাস্থ্য সেবা গ্রহন করেন এবং ২০০ জন শীতবস্ত্র গ্রহন করেন।
সৎসঙ্গ বিহার সাতকানিয়া।