শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চট্টগ্রামের দোহাজারীতে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

 

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে দোহাজারীতে।

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দোহাজারী পৌরসভার ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে

দোহাজারী পৌর চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে পৌর মেয়র আলহাজ্ব মুহাম্মদ লোকমান হাকিম এবং এর পরপরই দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বিল্লাল হোসেন এ এস আই মোহাম্মদ মিজানুল রহমান সহ একদল পুলিশ সদস্যরা উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

এসময়ে উপস্থিত ছিলেন। পৌর নির্বাহী কর্মকর্তা সামশুল উপসহকারী প্রকৌশলী উদ্দিন তন্ময় চাকমা , কাউন্সিলর শাহা আলম, কাউন্সিলর আবদুল আজিজ মাসুম, দোহাজারী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন, নুর মোহাম্মদ, উত্তম,   মোহাম্মদ ইরফান, মোহাম্মদ ইকবাল করিম  খোকা, মোহাম্মদ রফিক সহ পৌরসভার কর্মকতা কর্মচারী বৃন্দ।।