বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পদুয়া তেওয়ারী হাটের ইজারা পেলেন তরুণ ব্যবসায়ী জিয়া উদ্দিন বাবলু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রাণকেন্দ্র লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাটের ইজারা পেয়েছেন উপজেলা সদর ইউনিয়নের কৃতি সন্তান, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব নুরুল আলম বাহাদুর (বাহাদুর কোম্পানীর) বড় ছেলে তরুণ ব্যবসায়ী জিয়া উদ্দিন বাবলু।

গতকাল ২০ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা প্রশাসনের দরপত্র আহবানের পরিপেক্ষিতে এক বছরের জন্য এ হাটটি ইজারা পান তিনি।

ইজারা পেয়ে বাজারের নতুন ইজারাদার জিয়া উদ্দিন বাবলু বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে পদুয়ার একজন সফল ব্যবসায়ী ছিলেন। লোহাগাড়ায় সবচেয়ে বড় বাজার হওয়ায় পদুয়া তেওয়ারি হাটটি ইজারা নেওয়া জন্য তার বাবার সপ্ন ছিল। তারই ধারাবাহিকতায় বাবার সপ্ন পূরণ করার লক্ষ্যে বাজারের দরপত্র আহবান করে দরপত্রের পরিপেক্ষিতে ইজারা পেয়ে বাবার সপ্ন পূরণ করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন ইজারাদার জিয়া উদ্দিন বাবলু।